চট্টগ্রামের হাটহাজারী যানযট নিরসনকল্পে মতবিনিময় সভা গত বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবু রায়হান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তা মোঃসামিউল,রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল হাসান,পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, সড়ক ও জনপদ বিভাগ কর্মকর্তা চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক মনজুরুল আলম চৌধুরী মন্জু, পৌরসভার সচিব বিপ্লব চন্দ্র মুহুরী।
এ সময় বক্তারা বলেন, হাটহাজারী বাসস্টেশন এলাকাটি মূলত উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজান উপজেলা সহ পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার প্রবেশ পথ। তাই হাটহাজারী বাসস্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। হাটহাজারী বাস স্টেশন, কলেজ গেইট, ত্রিবেণী মোড়, সহ হাটহাজারী পৌরসভার মূল সড়কগুলোকে যানজটমুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকেই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
এ মতবিনিময় সভায় কয়েকটি প্রস্তাবনা মধ্যে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশা ও সিএনজি যানবাহন চলাচল নিয়ন্ত্রন করতে হবে এবং ঝুঁকিপূর্ণ চাঁদের গাড়িসহ বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সড়কের উপর অবৈধ গাড়ী পার্কিং বন্ধ করতে হবে। সেই সাথে ভারি যানবাহনগুলোকে পৌরসভার সড়কে প্রবেশ করতে সময়সীমা বেঁধে দিতে হবে। ফুটপাতে ও সড়কের উপর অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করে হকারদের নির্দিষ্ট জায়গায় পূনর্বাসন করতে হবে। সড়কে পণ্যবাহী গাড়ী রেখে দিনের বেলায় কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্য উঠানামা করতে পারবে না। এসব ব্যবস্থা গ্রহণ করা গেলে যানজট অনেকাংশে কমে আসবে বলে বক্তারা জানান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, চট্রগ্রাম খাগড়াছড়ি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃজাফর,চট্টগ্রাম বাস শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হারুন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ন ম জিয়াউল হক চৌধুরী,সাংবাদিক মোঃ আলী, পৌর সহায়ক সদস্য মোঃজাফর,শাহাদুল হক খোকন, চট্রগ্রাম খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃশাহাজাহান, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃশাহেদ, কলাবাগান কার মাইক্রো সমিতির সভাপতি মোঃ জাবেদ।