চট্টগ্রামের হাটহাজারী 'উপজেলা কৃষি সেচযন্ত্র মালিক সমিতি'র মত বিনিময় সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ২য় তলায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন সমিতির সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দীন হায়দার।
সমিতি সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএডিসির প্রকৌশলী দীপায়ন চাকমা।
সভায় সেচযন্ত্র মালিকদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আবছার,সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ হাসান লিটন,সমিতি সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন,মোহাম্মদ জাহেদ উদ্দীন সাদ্দাম,ফজল আহমদ প্রমুখ।
বক্তরা বলেন,হাটহাজারী উপজেলা সঠিকভাবে কৃষি উন্নয়নের জন্য বারিড পাইপ/ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ কাজ করা,প্রতিটি সেচযন্ত্র স্কীম আওতায় সরকারি ভাবে ১টি করে পাওয়ার টিলার (চাষযন্ত্র) বরাদ্দ দেন তাহলে কৃষি উৎপাদনে কৃষকদের কৃষিব্যয় খরচ সাশ্রয়ী হবেন এবং কৃষিকাজে উৎসাহী থাকবেন।
হাটহাজারী উপজেলা বিএডিসি প্রকৌশলী দীপায়ন চাকমা বলেন,কৃষি সমৃদ্ধির করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অধীনে হাটহাজারীতে কৃষক ও কৃষি পন্য উৎপাদনমূখী উন্নয়নের জন্য সম্ভ্যব্য প্রস্তাবিত প্রকল্পসুমহ খাল খনন/পুণঃখনন, বড় ও ছোট আকারের ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার/ কালভার্ট নির্মাণ, ছোট আকার ফুট ব্রিজ নির্মাণ,আর্টেশিয়ান ওয়েল,ফসল রক্ষার বাধঁ নির্মাণ এবং বারিড পাইপ/ভূগর্ভস্থ সেচ নালা সহ সেচ যন্ত্রের উন্নয়ন নতুন প্রকল্প নেওয়ার উদ্যােগ গ্রহণ করেছেন এবং এই সমিতির সহায়তা নিয়ে কৃষি উন্নয়নের সমৃদ্ধির বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাবেন।