ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের ৮৫০ জন কৃষকের মাঝে পারিবারিক সাইলো (প্লাস্টিকের তৈরি বিশেষ ধরনের মটকা) বিতরণ করা হয়েছে। বুধবার (৯ মার্চ) দিনব্যাপী খাদ্যগুদাম চত্তরে এ পারিবারিক সাইলো বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফারুক আল মাসুদ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদুজ্জামান, খাদ্যগুদাম কর্মকর্তা গুলশান জাহানারা, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ইউপি সচিব শাহানাজ পারভীন, ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, মো. জবেদ আলী, রকিব বাদশা প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদুজ্জামান জানান, পরিবার পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা বাড়াতে এ উপজেলার সাতটি ইউনিয়নের দরিদ্র অনগ্রসর, ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠির প্রায় ৬ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে পারিবারিক হাউসহোল্ড সাইলো বিতরণ করা হবে।