চট্টগ্রামের চন্দনাইশে বুধবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার হারলা ,দোহাজারী ও এলাহাবাদ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে।আটককৃতরা হলো হারলা নয়া পাড়া এলাকার ১বছরের সাজাপ্রাপ্ত আসামি দানু মিয়ার ছেলে আহমদ উল্লাহ বাহার (৫৫) ও দোহাজারী এলাকার আবদুল মজিদের ছেলে নাজমুল হক (৩২) এবং উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বেলায়ত হোসেনের ছেলে শাহ আলম(৩০)কে কোট হাজতে পাঠানো হয়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।