ফরিদপুর জেলার সকল বিভাগীয় প্রধানগণের সাথে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুুর রহমান।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামী লীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লাসহ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।
মতবিনিময় সভা শেষে জেলা সমাজসেবা অধিদপ্তরের অধিনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির ২০২১-২২ অর্থ বছরের চেক বিতরন করা হয়। মোট ১৫০ জন রোগীর হাতে ৫০ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ টাকার চেক বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: নুরুল হুদা।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: নুরুল হুদা বলেন, সমাজসেবা অধিদপ্তরের নিয়মিত সেবামূলক কাজের অংশ হিসাবে সমাজের অহসায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবার সহযোগিতা করে থাকে। আজ ১৫০জন রোগীকে চিকিৎসার জন্য ৭৫লাখ টাকা বিতরণ করা হয়েছে।