পঞ্চগড়ের 'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য। এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা বিশ্বের মতো আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঢাকার সহযোগিতায়, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম (এইচআরডিএফ) পঞ্চগড় এর আয়োজনে মঙ্গলবার বোদা সদর ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইচআরডিএফ-পঞ্চগড়ের সভাপতি মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউ’পি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ। আরো বক্তব্য রাখেন এইচআরডিএফ সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ নারী নেত্রী শাহিনা আক্তার, কল্পনা রানী প্রমূখ। আলোচনা শেষে একটি র্যালী বের করা হয়। এ এ সময় ইউপি সদস্য, সাংবাদিক, ছাত্র,শিক্ষক, নারীনেত্রী সহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।