দিনাজপুর জেলার ঘোড়াঘাটে উপজেলা আওয়ামী লীগ ত্রি- বার্ষিক সম্মেলন/২২ অনুষ্ঠিত। এ উপলক্ষে মঙ্গল বার সকাল ১০টায় উপজেলার রাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কাদেরে সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুর রাফে খন্দকার সাহানশার ধারা বনর্নায় উদ্বোধনী বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসাবে মুল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সদস্যদ সদস্য শিবলী সাদিক, প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড্যাঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ। তিনি পুর্বের উপজেলা কমিটি বিলুপ্ত করে ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগ সহ ৪টি ইউপি আওয়ামী লীগের ভোটারদের অংশগ্রহণে ভোটের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করেন। এতে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশা ১৮৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন, ১নং বুলাকিপুর ইউপির চেয়ারম্যান সদের আলী খন্দকার সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন।