‘টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালন উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ আয়োজনে সোমবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল, আনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান,
পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা মহিলালীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, যুবলীগ সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু ও শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত। এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও নারী সংগঠনের নেত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ এবং চেক বিতরণ করা হয়। এরপর উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পৃথক পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।