দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যাক্ত ইট ভাঁটার চুল্লি ভেঙ্গে সাদিকুল ইসলাম (৬৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের এবিএম ব্রিক্সে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাদিকুল পলাশবাড়ী ইউনিয়নের শালবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
শালবাড়ী দুর্গাপুর গ্রামের গোলজার হোসেন জানান, প্রায় ২ বছর আগে ভাঁটাটিতে ইট পোড়ানো বন্ধ করে পরিত্যাক্ত ঘোষনা করেন এবিএম ব্রিক্সের মালিক হাফিজুর রহমান ডাব্লিউ। মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক সাদেকুল ইসলাম তার স্ত্রী জাহেরা খাতুন ও মেয়ে বিলকিসকে নিয়ে ভাঁটার পরিত্যাক্ত চুল্লি (বাউন্ডারী ব্যাটারী) খনন করে পুরাতন ইট বের করতে থাকেন। এ সময় চুল্লি ভেঙ্গে সাদিকুলের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। এদিকে, খবর পাওয়ার পর মঙ্গলবার দুপুরে পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিএম ব্রিক্স ভাঁটা মালিক হাফিজুল রহমান বলেন, আমাকে অবহিত না করে ভাঁটা থেকে ইট খুলতে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।
শালবাড়ী দূর্গাপুর গ্রামের নাসিমা আক্তার (৪৫) জানান, প্রায় এক মাস ধরে স্বামী-স্ত্রী দু’জনে মিলে ওই পরিত্যাক্ত ভাটার পুরনো মাঠি খুরে বের করছেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে এবিএম ব্রিক্স ইট ভাটার ঢিপিতে (বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকায়) লোহার কোদাল দিয়ে মাঠি টাইল করতে গিয়ে নয়াবাজার নয়াপাড়ার গ্রামের আনিছুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।