নোয়াখালীর সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইসমত আরা কাকলি (৫০) সোমবার (৮মার্চ) দুপুর ২টা ২০মিনিটের সময় বিদ্যালয়ে নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, ও একটি সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোবাবর রাত ৯টার সময় মরহুমার সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রামস্থ এমদাদুল হক মিয়া বাড়ির দরজায় জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার আর্কস্মিক মৃত্যুতে সহকর্মী ছাত্রছাত্রী সহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। কাকলি সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের অজুনতলা গ্রামের এমদাদুল হক মিয়া বাড়ির মেজবাহ উদ্দিন টফির স্ত্রী।
সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান জানায়,সোমবার দুপুরে বিদ্যালয়ের বিরতির সময় শিক্ষিকা ইসমত আরা কাকলি বিদ্যালয়ের একটি কক্ষে নামাজ পড়া শুরু করেন। একপর্যায়ে তিনি নামাজের বৈঠক থেকে ওঠার সময় নামাজের বিচানায় পড়ে যান। এ সময় বিদ্যালেয়ের সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা ৫০ শর্য্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেনবাগ পৌরসভার মেয়র ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু নাছের ভিপি দুলাল, বিদ্যালয়ের সভাপতি আবদুল গনি, সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা ইউ আর সি ইনস্ট্রাক্টর মোস্তাক আহমেদ বাবলু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আরিফ হোসেন, মোঃ আলী আজগর ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সেনবাগ উপজেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।