দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন নদীর উত্তর মার্দাশা আমতুয়া এলাকায় অভিযান চালিয়ে চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেন। তাছাড়া নৌ পুলিশ নদীর কালুরঘাট ও মোহনায় অভিযান পরিচালনা করে ১২ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন,হালদা নদীতে অভিযান পরিচালনা করার সময় উত্তর মাদার্শার ইউনিয়নের খলিফাঘোনা ও আমতুয়া এলাকা থেকে চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। জব্দকৃত নৌকা গুলো ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বারের কাছে জিম্মায় রাখা হয়েছে। হালদা নদীর মা মাছ ও ডলফিন এবং জীব বৈচিত্র রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মিজানুর রহমান জানান, নদীর মোহনা এলাকা থেকে আনুমানিক ১২ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল গুলো আগুনে ধ্বংস করা হয়। বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।