বেগমগঞ্জ উপজেলার শরীফপুরে পূর্ব শত্রুতার জের ধরে ২জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। খানপুর শরীয়ত উল্যা মেম্বার বাড়ীর সন্ত্রাসী আবুল বাসার প্রঃ বাহারের (৪৭) সাথে একই বাড়ীর ফজলুল হকের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসী আবুল বাসারের কন্যা শারমিন আক্তার ঘর থেকে দা এনে ফজলুল হকের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এর মাথায় এলোপাতাড়ি কোপ দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। মায়ের শোর চিৎকার শুনে তার কন্যা লুৎফুন্নাহার এগিয়ে এলে বাহার ও তার সাঙ্গোপাঙ্গোরা এলোপাতাড়ি বাঁশ দিয়ে মারধর শুরু করলে লুৎফুন্নাহারও জখম হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মমতাজ বেগম (৫৫) এর মাথায় ৬টি সেলাই দেওয়া হয়। ফজলুল হক জানান আমি খুব অসহায় আমার পাঁচ মেয়ে তাদের লোকজন অনেক বেশি, তারা সবসময় অন্যায় অত্যাচার এবং আমার জায়গা দখল করার চেষ্টা করে, প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতন। স্থানীয়ভাবে কোনো বিচার না পেয়ে ০৫ দিন পর গতকাল বেগমগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করলে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে মামলা তুলে নিতে বলে ভুক্তভোগী পরিবার জানান।