পঞ্চগড়ের বোদায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বোদা পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, বোদা থানার ওসি(তদন্ত) মোঃ মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।