চট্টগ্রামের সীতাকু-ের বাড়বকু- এলাকায় পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার কর্তৃক পাহাড় কেটে ছড়ায় বাঁধ নির্মাণ করে পানি বন্ধ করে দেওয়ায় পরিবেশ অধিদপ্তর মামলা দায়ের করেছে। পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, কারখানার আমবাগান প্রকল্পের ব্যবস্থাপক মো. আলফাতুন ও কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান অভিজিৎ চক্রবর্তীকে আসামি করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন সীতাকু- থানায় এ মামলা দায়ের করেছে।
জানা যায়, সীতাকু- উপজেলার বাড়বকু- এলাকায় অবস্থিত পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার কর্তৃপক্ষ সড়ক রোধ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বিহীন দু'টো পাহাড় কেটে বাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধ করে দেয়। কারখানার পূর্ব পাশে পাহাড়ে প্রতিষ্ঠানটির একটি আম বাগান রয়েছে। পরিকল্পিতভাবে পাহাড়ী ছড়ায় পানিপ্রবাহ বন্ধ করে প্রায় ৫/৬ একর জায়গায় কৃত্রিম জলাধার সৃষ্টি করেছে মর্মে সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফেরদৌস আনোয়ারের নেতৃত্বে একটি তদন্ত দল গত ৩০ জানুয়ারি ঐ এলাকায় সরজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। ১৪ ফ্রেব্রুয়ারি এ ঘটনার জন্য শুনানী শেষে ভবিষ্যতে পরিবেশ বিধ্বংসী এ ধরণের কাজ করবে না মর্মে কর্মকর্তাদের কাছ থেকে ৩শত টাকার স্ট্যাম্পে মুচলেকা নেয়া হয় এবং আগামী ৭ দিনের মধ্যে ছড়াটি খুলে দিয়ে পানি প্রবাহ সচল করতে নির্দেশনা দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের এ নির্দেশনা বাস্তবায়ন করেছে কিনা দেখতে পুনরায় সেখানে গেলে দেখা যায় কর্মকর্তারা ছড়াটি সচল করতে কোন উদ্যোগই গ্রহণ করেননি। নির্দেশনা অমান্য করায় গত বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বাদী হয়ে পরিচালক সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে সীতাকু- থানায় একটি মামলা দায়ের করেন। সীতাকু- থানার ওসি আবুল কালাম আজাদ মামলা দায়েরের বিষয়ে স্বীকার করে বলেন, মামলাটি পরিবেশ অধিদপ্তর তদন্ত করবে। এ প্রসঙ্গে পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান অভিজিৎ চক্রবর্তী বলেন, পাহাড়ে আমাদের একটি নিজস্ব আমবাগান প্রকল্প আছে। পানির অভাবে গাছগুলোর পরিচর্যা ব্যাহত হচ্ছে। মূলত শুস্ক মৌসুমে আম বাগানে পানি দেবার জন্যই ছড়াতে বাঁধ দিয়েছিলাম।