কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার চন্দনাইশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছেন। সকালে পদ- পদবী পরিবর্তন ও গ্রেড উন্নতিকরনের দাবীতে তাদের স্ব-স্ব কার্যালয়ের সামনে অবস্হানের মধ্য নিয়ে কর্মবিরতি পালন করেন। এতে অফিস সহকারী শাহেদ আহমদ, অফিসসহকারীমোছলেম উদ্দিন,দয়াল কান্তি মিত্র,শ্যামল কান্তি,দিদারুল আলম উপস্হিত ছিলেন।