চন্দনাইশ উপজেলার দোহাজারীতে অভিযান চালিয়ে ২ হাজার ৮শত পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে পুলিশ। গতকাল ৮ মার্চ রাত দেড়টার সময় দোহাজারী সিঙ্গার শো-রুমের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ ইয়াবা বহনকারী (চট্ট:মেট্রো-ন-১১-৯৩৯২)
মিনি পিকআপ জব্দ করেন। আটককৃরা হলো- উখিয়া রাজাপালং এলাকার কবির আহম্মদের ছেলে শামসুল আলম (৩৯) ও ফরিদ আলম এর ছেলে আনিছুর রহমান (২২)। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন মামলায় কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।