“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপদটি সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৮ই মার্চ আর্ন্তজাতীক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ওই অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা রানী পাল। সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, উপজেলা মহিলা আওয়ামীলীেিগর সভাপতি লিনা হক লুৎফা, যগ্ম সাধারণ সম্পাদক ইয়াসমিন পারভীন প্রমূখ। আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য রালী উপজেলা চত্ত্বর প্রদিক্ষণ করে এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।