আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মাগুরা শ্রীপুর উপজেলার তখোলপুর গ্রামে তুচ্ছ ঘঁনায় রমজান হোসেন রাজু (২২) নামে অনার্স ২য় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষরা।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় জানান, তখোলপুর গ্রামে সোমবার সন্ধ্যায় বর্তমান মেম্বর আবদুর রউফ এর সমর্থকরা সাবেক মেম্বর মকবুলের সমর্থক আকতার ও তার ছেলে রমজান হোসেন রাজু (২২) কে বাড়ির উঠানে কুপিয়ে মারাত্বক জখম করে। স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে সাচিলাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। ঢাকায় নেয়ার পথে দৌলতদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। নিহত রাজু ফরিদপুর রাজন্দ্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিল। রাজুর মৃতদেহ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফারুক নামে এক জনকে পুলিশ আটক করেছে।
শ্রীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমানের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা কালাম মাষ্টারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাতে তখোলপুর দাখিল মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে ঐ গ্রামের বর্তমান মেম্বর মকবুল হোসেন ও সাবেক মেম্বর আবদুর রউফ এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মকুবল মেম্বরের সমর্থকরা আবদুর রউফকে পিটিয়ে আহত করে। রোববার দুপুরে আবদুর রউফের সমর্থকরা ফারুক ও দাউদের নেতৃত্বে মকবুল মেম্বরের সমর্থকদের ৪০ টি বাড়িঘর ভাংচুর করে।