ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রথম অভিষেক অনুষ্ঠিত। সোমবার রাতে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চেয়ারপার্সন লায়ন্স লায়ন এ কে এম সামসুল আলম।
লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মো: মহাসিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা গভর্ণর লায়ন আরকিটেক নিখিল চন্দ্র গুহ।
অভিষেক অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ইমিডিয়েট পাস্ট জেলা গভর্ণর লায়ন মো: নজরুল ইসলাম শিকদার, প্রথম ভাইস জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার লায়ন মো: মোস্তফা কামাল, সেকেন্ড ভাইস জেলা গভর্ণর লায়ন ডা: দেওয়ান মো: সালাউদ্দিন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির সেক্রেটারি লায়ন মো: মোস্তাফিজুর রহমান লাবলু।
আনুগত্যে শপথ পাঠ করান ক্লাব সেক্রেটারি লায়ন মো: মোস্তাফিজুর রহমান লাবলু। নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রথম ভাইস জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার মো: মোস্তফা কামাল, ক্লাবের নতুন অফিসারদের শপথ পাঠ করান জেলা গভর্ণর লায়ন আরকিটেক নিখিল চন্দ্র গুহ।
নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো: মহাসিন শরীফের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।