ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের ব্যাতিক্রমী আয়োজন 'জয় বাংলা ঘুড়ি উৎসব' অনু্ষ্িঠত হয়েছে।
সোমবার (৭ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
আজ বিকালে জয় বাংলা ঘুড়ি উৎসবের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘুড়ি উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি, স্কাউট ও রোভার স্কাউট এর সদস্যবৃন্দসহ শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ঘুড়ি ফেডারেশন, বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে নানা রঙের এবং আকৃতির প্রায় ১৫০টি ঘুড়ি ব্যবহার করা হয়।