চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদাজীবীদের চুরিকাঘাতে আহত শাহাদাৎ হোসেনের( ৪৭) নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও তার স্বজনেরা। তিনি বর্তমানে চমেক হাসপাতালের ২৪ নং ওয়ার্ডের ৩০নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় প্রবাসী আবুল হাসেম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাদীর লিখত অভিযোগটি থানার ওসি গ্রহন করে মামলা হিসাবে রেকর্ড করেন। মামলা নং-৫। ধারা ১৪৩/১৪৭/৪৪৭/৩৮৫/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোর্ড। এই ঘটনায় ১ নং বিবাদী মোঃ খায়রুল ইসলাম প্রকাশ জিহান পিতা মোঃ জসিম উদ্দিন আনার আলী টেন্ডারের বাড়িকে পুলিশ গত রোববার আটক করে।
মামলার বিবরনে জানা যায়, প্রবাসী আবুল হাসেম ৪৪ বছর প্রবাসে অবস্থান করে তাঁর সঞ্চিত অর্থ দিয়ে ফতেয়াবাদ এলাকায় এক টিকাদারের মাধ্যমেএকটি পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। বাড়ি নির্মাণ কাজ শুরু করার পর একটি চিহ্নিত চাঁদাজীবী গ্রুপ তাঁর এবং নিয়োজিত ঠিকাদারে নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেই চাঁদাজীবী গ্রুপটি গত ৩ মার্চ দিন দুপুরে ধারালো অস্ত্র ও চুরি দিয়ে হামলা চালিয়ে প্রবাসী আবুল হাসেম ও ঠিকাদার শাহাদাৎ হোসেনের উপর হামলা চালিয়ে তাদের ছুরিকাহত করে। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আঘাত গুরুতর হওয়ায় শাহাদাৎ হোসেনকে চমেক হাসপাতালে প্রেরন করেন। তাঁর অবস্থা শংকামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ও স্বজনেরা। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ১ নং বিবাদীকে আটক করে কোর্ট হাজতে প্রেরন করেছে।