চট্টগ্রামের হাটহাজারীতে দিনে-দুপুরে বিদ্যুতের ৮টি খুঁটি চুরির ঘটনা ঘটেছে। গত রোববার সকাল ১১টার দিকে উপজেলার ফতেয়াবাদ বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী বিদ্যুৎ বিভাগের সাইট ইনচার্জ আবদুর রহমান জানান, সম্প্রতি ফতেয়াবাদ থেকে বটতলী পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার করা হয়েছে। এ সময় পুরনো স্টিলের খুঁটি এবং বৈদ্যুতিক তার পরিবর্তন করে নতুন লাগানো হয়। পুরনো স্টিল খুঁটিগুলো রাস্তার পাশে রাখা হয়।
গতরোববার সকাল ১১টার দিকে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে রাখা ৮টি স্টিলের খুঁটি ট্রাকে (চট্টগ্রাম-শ-১১-০০১৯) তোলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রহমান৷ এ সময় গাড়িতে খুঁটি তোলার কারণ জানতে চাইলে হলুদ জ্যাকেট পড়া আবুল কাশেম নামে এক যুবক নিজেকে পিডিবি’র প্রকৌশলী পরিচয় দেন। সন্দেহ হওয়ায় ওই যুবকের কাছ থেকে ট্রাকটির চাবি নিয়ে নেন আবদুর রহমান।
এরপর অদূরে গিয়ে যুবকটি আদৌ পিডিবি’র লোক কিনা তা জানতে হাটহাজারী বিদ্যুৎ বিতরণ বিভাগ এবং পিডিবি’র দক্ষিণাঞ্চলীয় জোনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ফোনালাপে নিশ্চিত হই যে, আবুল কাশেম নামে যুবকটি পিডিবি’র কেউ নন৷ এরপর দ্রুত আবুল কাশেম এবং তার সহযোগীদের ‘আটক’ করতে ঘটনাস্থলে যাই।
কিন্তু এর আগেই স্টিলের ৮টি খুঁটি নিয়ে গাড়িসহ চম্পট দেন কাশেমসহ তার সহযোগীরা। দিনে দুপুরে বিদ্যুতের খুঁটি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন আবদুর রহমান।
এ প্রসঙ্গে হাটহাজারী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নেওয়াজ আহমেদ বলেন, ‘বেশ কিছুদিন ধরে ফতেয়াবাদ বটতলীতে সঞ্চালন লাইন সংস্কারের কাজ চলছে। আজ দুপুরে পুরনো কিছু স্টিল খুঁটি চুরি হয়েছে বলে শুনেছি। চোর চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলেছি।’