জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে হাটহাজারীর ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এর উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। “এসো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ হৃদয়ে ধারণ করি,তাঁরই লালিত স্বপ্নের সুখী-সমৃদ্ধ স্বদেশ গড়ি” শীর্ষক প্রতিযোগিতায় নিবাসী শিশুরা হুবহু বঙ্গবন্ধুর মতো করে ভাষণটি বলার চেষ্টা করে। গত ১ সপ্তাহ ধরে প্রতিষ্ঠানের নিবাসী শিশুরা বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভাষণটি শোনা,বোঝা ও মুখস্থ করার চেষ্টা চালায়। অবশেষে ভাষণটি প্রদানকালে বঙ্গবন্ধুর অঙ্গভঙ্গি, তিনি ভাষণের সময় কোথায় কতবার হাত ওপরে তুলেছেন বা পেছনে নিয়েছেন,ভাষণে তাঁর কথা বলার ভঙ্গি,পরিহিত পোশাক অনুকরণ করে প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। এমনকি ভাষণের কোথায় তিনি আঞ্চলিক, কোথায় শুদ্ধ ভাষার ব্যবহার করেছেন, শিশুরা সেটিও রপ্ত করে। প্রতিযোগিতায় বিচারক প্যানেল এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি তত্ত্বাবধায়ক মোঃ মমিনুল হক,সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ,অফিস সহকারি মোঃ কামরুল হাসান ও শিক্ষক মোঃ আরিফ হোসেন। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। তিনি বলেন,‘‘বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে ৭ই মার্চ এক অবিস্মরণীয় দিন ৷ বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময় বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র ৷ কালজয়ী এই ভাষণ বিশ্বের শোষিত,বঞ্চিত ও মুক্তিকামী মানুষকে সব সময় প্রেরণা জুগিয়ে যাবে ৷'' প্রতিযোগিতায় ১ম,২য়,ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে পাইসিউ মারমা, জাবেদ হোসেন মাসুম,উখ্যাইওয়াং মারমা। পরে বঙ্গবন্ধুর লেখা 'অসমাপ্ত আত্মজীবনী', 'কারাগারের রোজনামচা' এবং 'আমার দেখা নয়াচীন' বই সমূহ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।