চট্টগ্রামের হাটহাজারীতে গত সোমবারঐতিহাসিক ৭ই মার্চ মহাসমারোহে উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল আলোক সজ্জা, জাতির জনকের ভাষন প্রচার, উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীর জনকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প শ্রদ্ধা অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা পরিষদের মিলানয়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম। কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিমুল মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্ত,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম,
হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগন,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
পরে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষন, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধু জীবনের নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য অনুষ্টানের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভাষন ভিডি কনফারেন্সের মাধ্যমে গনভবন থেকে প্রচার করা হয়। এদিকে উপজেলা ঠিকাদার সমিতির পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্প শ্রদ্ধা অর্পন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কর্মকর্তাগণ যথাক্রমে এস এম সেলিম উদ্দিন, হাসান শহীদ মিলন,তফাজ্জল হোসেন ফোরকান, শাহ আলম, আমান উল্লাহ, মোঃ শফিউল্লাহ, হান্নান মেম্বার, আনোয়ার মেহেদী, মোঃ ইলিয়াস, সেলিম উদ্দিন, ইব্রাহিম খলিল, তৌহিদুল আলম,জসিম উদ্দিন সুমন, মিন্টু,রিয়াজ উদ্দিন, মোঃ শাহাজাহান প্রমুখ।