হালদা নদীর জীব বৈচিত্র্য সংরক্ষনে সরকার নানা মুখী পদক্ষেপ গ্রহন করেছে যার মধ্য হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হোরিটেজ ঘোষনা অন্যতম।
হালদা রিসোর্ট সেন্টার এমন একটি উদ্দ্যেগ যার মাধ্যমে হালদা নদী সংযুক্ত খাল সমূহের জীব বৈচিত্র্য বিশেষত মৎস্য সম্পদ রক্ষায় বিশদ গবেষণার উন্মোচিত হল। এ রিসোর্স সেন্টারের মাধ্যমের দেশ বিদেশের বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ আরো বিস্তারিত ভাবে হালদা নদীর মৎস্য সম্পূর্ণ নিয়ে সন্মানিত গবেষনা করতে সক্ষম হবে।এছাড়াও মাছ রক্ষা ও হালদা দূষনে এ রিসোর্স সেন্টার বড় ভূমিকা রাখবে
রিসোর্স সেন্টার-এর নির্মাণ কাজের শুভ উদ্বোধনে জুম প্লাটফর্ম প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, পিএএএ কথা বলেন।
সোমবার চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষন কাজ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনে হাটহাজারী উপজেলা গড়দুয়ারা ইউনিয়নে “হালদা রিসোর্স সেন্টার” নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড তত্ত্ববধায়ক প্রকৌশল শিবানন্দু খাস্তগীর, হালদা নদীর
রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মনজুরুল কিবরিয়া,,রাঙ্গামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খাঁন,বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ক্যাপ্টেন শাহ সাদ মান,উপ বিভাগীয় প্রকৌশলী বদরুল মনির হানাফীসহ কর্মকতা কর্মচারী ও হালদার পাড়ের জনসাধারনের উপস্থিত ছিলেন।