সোমবার দেউন্ডি চা বাগানে নবনির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী, প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক, পিডিইউ-এর সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, দেউন্ডি টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম ওয়াহিদুল হক, দেউন্ডি টি কোম্পানির প্লান্টেশন বিভাগের জেনারেল ম্যানেজার মো: রিয়াজ উদ্দিন, বাংলাদেশীয় চা সংসদের লস্করপুর ভ্যালি সার্কেল চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ রানা প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি পিএসসি বলেন, চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্টের আওতায় দেউন্ডি, ইমাম, বাওয়ানী, কর্ণফুলী, সিরাজনগর ও আগুনিয়া মোট ৫ টি চা বাগানে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করেছে চা বোর্ড। ট্রাস্ট ও বাগান কর্তৃপক্ষের অংশীদারিত্বের ভিত্তিতে চা বাগান ব্যবস্থাপকের তত্ত্বাবধানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো নির্মাণ করা হয়।
ট্রাস্টের সদস্য সচিব ও বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম, রফিকুল হক বলেন, ২০০১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের প্রেক্ষিতে গঠিত বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্টের মাধ্যমে চা বাগানগুলোতে শ্রমিক সন্তানদের লেখাপড়ার মানোন্নয়নে বিদ্যালয় ভবন নির্মাণের পাশাপাশি শ্রমিক পোষ্যদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
তিনি বলেন, অদ্যাবধি ২৬ হাজার ২১৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এ ছাড়া ট্রাস্ট ফান্ডের মাধ্যমে চা বাগানের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য সিএনএড ও ডিপিএড কোর্সের আয়োজন করা হয় এবং বিদ্যালয় গুলোতে খেলাধুলা সামগ্রী বিতরণসহ বিদ্যালয় প্রাঙ্গণে ডুয়েল লেট্রিন ও জাতীয় পতাকা উত্তোলন স্তম্ভ নির্মাণ করে দেয়া হয়।