দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে সোমবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। দুপুর ১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নদীর বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে ৬হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। বিশেষ করে নদীর মোহনা থেকে সবচেয়ে বেশি জাল জব্দ করা হয়।
জানা যায়, সামনে হালদা নদীতে মাছের প্রজনন মৌসুম শুরু হবে। তাই মা মাছ ডিম ছাড়ার জন্য হালদা নদীর বিভিন্ন শাখা খাল ও নদী থেকে মাছ আসতে শুরু করেছে। মাছ হালদা নদীতে ডুকার সময় এক শ্রেনীর লোভী মাছ শিকারী নদীতে জাল পেতে মাছ শিকার করতে উঠে পরে লেগেছে। নদীর মোহনায় এইসব লোভী মৎস্য শিকারীর তৎপর হয়ে উঠেছে। এই সংবাদ নৌ পুলিশ ও প্রশাসন অবগত রয়েছে। তাই হালদা নদীতে অভিযান জোরদার করেছে প্রশাসন। তারই সূত্রধরে সোমবার নৌ পুলিশ দুপুর ১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নদীতে অভিযান শুরু করেন। অভিযান পরিচালনা করে বিশেষ করে নদীর মোহনা থেকে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
নৌ পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া গণমাধ্যমকে বলেন, সোমবার দুপুর ১টা হতে বিকেল ৩টা পর্যন্ত হালদায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটার জাল জব্দ করা হয়।হালদা নদীর মা মাছ ও ডলফিন এবং জীব বৈচিত্র রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।