বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদের সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।