ভালুকায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে রয়েছে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে সুর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপের পতাকা উত্তোলন। সকল মসজিদ ও মন্দিরে মোনাজাত ও প্রার্থনা.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন.চিত্রাংঙ্গন প্রতিযোগীতা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলা পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্যাহ আল বাকিউল বারী, উপজেলা ফিসারী অফিসার সাইদুর রহমান, ওসি কামাল হোসেন, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল সহ স্থানীয় প্রসাশন ও আ.লীগের নের্তৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও চিত্রাংঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।