নদীর ঠান্ডা পানিতে বসে সামনের দিকে হেলে সারাদিন ধরে শীত ও ঘন কুয়াশায় চাদঁর কে সঙ্গী করে নারী শ্রমিকরা তুলছে নুড়ি পাথর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতদুর সম্ভব হাতে বা চালুন দিয়ে পানি ছেকে ছেকে তুলছে ছোট কালচে-খয়েরি নুড়ি পাথর সাথে লালচে মোটা বালুও। কারণ একটাই দিন শেষে নিজে ও বাচ্চার মুখে খাবার তুলে দিতে হবে। সারাদিন পানি থেকে নুড়ি পাথর তুলায় যে প্রচন্ড খাটুনি তাতে শরীল নিস্তেজ ও জ¦র এসে যায়, তাই জরুরী ওষধ ও বাড়ীর বাজার শেষ করে পরেই বাড়ী ফিরতে হয়। রাত শেষে আবার শুভ্র সকাল। এভাবেই চলছে আত্মকর্ম সংগ্রামী এক শ্রমজীবি নারীর কষ্টার্জিত জীবন। এভাবেই প্রতিদিন শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারত থেকে নেমে আসা পাহাড়ী ভোগাই নদীর অববাহিকায় পানিহাতা তারানী নামক স্থানে বালুর চরে থাকা বালুু, নুড়িপাথর তুলে তা বিক্রি করে দরিদ্র কৃষক হাফিজ উদ্দিনের স্ত্রী রুবিনা নামক নারী শ্রমিকরা চালাচ্ছে তাদের প্রাত্যহিক জীবন সংসার।
রুবিনা খাতুন জানায়, এখন শীতকাল। নদীর ঠান্ডা পানিতে নেমে খুব বেশি নুড়ি তুলা যায় না। একটু আধটু বালু পাথর যা আছে সেটি ছেকে তাই তুলে বিক্রি করার চেষ্টা করি। সারাদিনে বা দুই দিনে ২/৩ জনে মিলে বালু, নুড়ি পাথর মি¯্রতি এক ট্রলি (৩০ সিএফটি) বালু পাথর বিক্রি করতে পারলে ১৪/১৫শ টাকা দাম হয়। কিন্তু এই জায়গায় কথা আছে, যেখান থেকে তুলবো সেই জায়গার আবার দাবীদার আছে। তাকে দিনে ভাড়া ১শ টাকা দিতে হয় আবার নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পাটি আছে তাদের ১শ টাকা না দিলে এখান থেকে তাড়িয়ে দিবে। যেহেতু সীমান্তবর্তী এলাকার নদী। এখানে নামতেই দিবে না। এখন কি আর করা। অগত্যা জীবন তো বাচাঁতে হবে। তাই সব মেনে বাচ্চা স্বামী ও সংসারের কথা চিন্তা করে নিরবে টাকাটা দিয়েই দেই। এভাবেই প্রতিদিন দিচ্ছি। ঠান্ডা পানিতে নুড়ি পাথর তুলে চলছে আমাদের গরীবের কষ্টের জীবন।