চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা স্থানীয় কাসেম মাহাবুব উচ্চবিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী,পৗরমেয়র মাহাববুল আলম খোকাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ ,মহিলা কলেজ ও মকবুলিয়া মাদরাসায় ও মার্চের গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।