ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও (ভারপ্রাপ্ত) সেলিম আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এ সময় ওসি আবদুর রহিম মোল্লা, পৌরসভার মেয়র ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, শরাফত দৌলা ঝন্টু, মঞ্জুর রাশেদ, জাহিদুল ইসলাম, বসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাকের আলী, আওয়ামী লীগ নেতা শেরেগুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুজ্জামান তাজু, স্বেছাসেবক লীগের আহ্বায়ক ফিরোজ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাফেদুল হক সুমন, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ টুনু, ছাত্রলীগের আহ্বায়ক রিগ্যান আলী, যুগ্ম আহ্বায়ক রুবেল রানা প্রমূখ বক্তব্য দেন। সভাশেষে রচনা, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। এসব অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।