ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ সকালে নরসিংদী জেলা প্রমাসক প্রাঙ্গনে জয়বাংলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরফুল আজীম, সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালিব পাঠান, নরসিংদী অফিসার্স ক্লাব, নরসিংদী সদর উপজেলা প্রশাসন, জেলা কৃষি বিভাগ সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভাষন উপভোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।