জামালপুরে বাস চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত রোববার (০৬মার্চ) জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজার এলাকায় বাস চাপায় আবদুল কুদ্দুস (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক আবদুল কুদ্দুস বাঁশচড়া ইউনিয়নের ফরিদপুর ঘুইলেবাড়ি এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ঐ দিন গোপালপুর বাজার থেকে কৃষক আবদুল কুদ্দুস বাই-সাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।