রংপুরে পরিবারের নিরাপত্তা ও হয়রানী মুলক মামলা থেকে অব্যহতি পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আরমান উজ্জামান রাজিব। রোববার সকালে পশ্চিম বাবুখাঁ নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে প্রভাবশালী এক প্রতিপক্ষর হয়হানীর অভিযোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরমান উজ্জামান রাজিব, তিনি জানান, আমার প্রতিপক্ষ আরিফুর রহমান, পিতা মৃত আমিন উদ্দিন, সাং শালবন মিস্ত্রপাড়া, থানা কোতয়ালী, জেলা রংপুর। তার সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে র্দীঘদিনের বিরোধের জেরে চলে আসছে। আমার পিতা মোঃ কামরুজ্জামান গত ১৪-০৮-২১ ইং তারিখে মৃত্যু বরন করেন। আমার পিতার এর মৃত্যুর পর আমার প্রতিপক্ষ আরিফুর রহমান বাদী হয়ে আমাকে সহ আমার পরিবারকে হয়রানী করার উদ্যেশ্যে গত ১২ডিসেম্বর ২০২১ ইং তারিখে রংপুর কোতোয়ালি থানায় একটি ভিত্তিহীন মামলা দায়ের করেন। পরবর্তিতে গত ১লা মার্চ ২০২২ ইং তারখে প্রতিপক্ষ তাহার সিডিডি হাউজিং প্রকল্পের প্রধান সমন্বয়কারী আসাদুজ্জামান রাসেলকে বাদী করে আমাকেসহ আমার পরিবারের নামে আবারো একটি হয়রানী মুলক মামলা দায়ের করেন। এ ঘটনায় আমি ও আমার পরিবার দুটি মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হই। আমি এবং আমার পরিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সরলতার সুযোগ নিয়ে আমার প্রতিপক্ষ মোঃ আরিফুর রহমান ও তার সাঙ্গপাঙ্গরা ক্ষান্ত হয়নি, তাদের লেলিয়ে দেওয়া লোকজন আমাদের প্রকাশ্যে ভয়ভিতী প্রদান, নারী কেলেঙ্কারী, গুম, খুনসহ তাদের নিজ প্রকল্পের স্থাপনা ভেঙ্গে অবকাঠমোতে আগুন লাগিয়ে দিয়ে অপকৌশলে নতুন করে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর হুমকি প্রদান করে আসছেন। তিনি আরও বলেন, গত ০৪-০৩-২০২২ইং তারিখে কোতয়লী আরপি এমপি থানায় একটি সাধারণ ডাইরী করি যার জিডি নং-২৩১। ওই প্রভাবশালী প্রতিপক্ষ আরিফুর রহমান পরপর আমাদের পরিবারের বিরুদ্ধে দুই- দুইটি ভিত্তিহীন বানোয়াট হয়রানি মামলা করেন। এ অবস্থায় আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতা ভুগছি। তাই আমি প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তার নিকট শান্তি শৃঙ্খলার মধ্যে পরিবারের উপরে উল্যেখিত মামলা দুটি সঠিক সুষ্ট তদন্ত সহ ন্যায় বিচার কামনা করছি।