রংপুরে অবৈধভাবে দখল করা জমি ও বাড়ি উদ্ধারসহ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী। রোববার দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জের হায়দার হোসেনের ছেলে ভূক্তভোগী রেজওয়ান আহমেদ রাজু (৪৪) সংবাদ সম্মেলনে জানান, ২০০৯ সালের ২৮ জানুয়ারী রংপুর নগরীর আলমনগরে কিষান হিমাগারের পার্শ্বে ৫৪ শতক জমি দলিল মূলে কেনেন। পরবর্তীতে ওই জমিতে তিনি ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ করাসহ গাছপালা লাগিয়ে ভোগদখল করে আসছিলেন। বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেয়াসহ ওই জমির খাজনা খারিজও করেছেন রাজু। চলতি বছরের ১১ ফেব্রুয়ারী স্থানীয় আফতাবুর রহমান ওরফে হিমু (৪০), রংপুরের বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসার স্ত্রী আফলাতুন নাহার (৪২) ওই জমি দখলের চেষ্টায় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রাজু ১৮ ফেব্রুয়ারী রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারী ,৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজু’র জমি দখলের উদ্দেশ্যে বাড়িতে ঢুকে সীমানা প্রাচীর ভাংচুর করে। এ ঘটনায় রাজু ২৮ ফেব্রুয়ারী কোতোয়ালি থানায় মামলা করেন। পরবর্তীতে গত ৩ মার্চ দুপুরে আফলাতুনের নেতৃত্বে ৭০-৮০ জন সন্ত্রাসী বাহিনী রাজু’র বাড়িতে ঢুকে ক্ষতিগ্রস্থ সীমানা প্রাচীর মেরামত কাজে নিয়োজিত শ্রমিকদের মারপিট করে তাড়িয়ে দেয় এবং ঘরের তালা ভেঙ্গে মালামাল ভাংচুরসহ লুট করে এবং বাড়িটি দখলে নেয়। রাজু বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। ফলে জমি দখলকারীদের হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে রাজু ও তার পরিবার। ন্যায় বিচার পেতে সাংবাদিকদের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।
কাউন্সিলর জাকারিয়া আলম শিবলু বলেন, আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি আফলাতুন নাহারের আবেদনের প্রেক্ষিতে এসেছিলাম। পুলিশকে বলেছি বিষয়টি সুরাহা করতে। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।
এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী, এ বিষয়ে থানায় ২টি মামলা করেছে। আইন শৃঙ্খলার যেন অবনতি না ঘটে সে বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। পুলিশ তো কাউকে জমি বুঝিয়ে দিতে পারবে না, এটি কোর্টের ব্যাপার। তবে আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে এটি নিয়ে আমরা কাজ করছি।