এক দশক পূর্তি উপলক্ষে রংপুরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মেলা হয়েছে। রোববার সকালে পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম। এরপর উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. মোঃ কবির আহমেদ, বিকাশের চীফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ওকে ওয়ালেটের প্রজেক্ট ম্যানেজার আহসান হাবীবসহ এমএফএস প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম বলেন, এমএফএসের মাধ্যমে দেশে প্রতিদিন প্রায় ২ হাজার ২’শ কোটি টাকা লেনদেন হচ্ছে। প্রতিদিন গড়ে ১১ কোটি হিসাবধারী প্রায় এক কোটি টাকা লেনদেন করছেন। করোনাক্রান্তিতে অন্যান্য দেশের অর্থনৈতিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়লেও বাংলাদেশ অনেক এগিয়ে ছিল শুধুমাত্র এমএফএসের জন্য। দিন যত যাচ্ছে আর্থিক লেনদেনের এ ব্যবস্থা আরও জনপ্রিয় হচ্ছে। বর্তমান সরকার করোনাক্রান্তি দেশের ৫০ লাখ দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা মোবাইলে পৌঁছে দিয়েছে। প্রতি মাসে ২’শ কোটি টাকার রেমিট্যান্স গ্রহণ করা হচ্ছে এমএফএসের মাধ্যমে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা সহায়তা, উপবৃত্তি স্বচ্ছতার সাথে এমএফএসের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এ ছাড়া ৪০ লাখ গার্মেন্টস কর্মীকে বেতন দেয়া হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।
তিনি আরও বলেন, আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্ট সজীব ওয়াজেদ জয় মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে আগামী জুন মাসে আন্তঃ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে। অর্থ্যাৎ বিকাশ থেকে নগদে, নগদ থেকে রকেটে সহজে যে কেউ টাকা আদান-প্রদান করতে পারবেন। এতে মোবাইলে আর্থিক লেনদেন বেড়ে যাবে এবং জনগণ উপকৃত হবে। এ মেলায় বিকাশ, রকেট, নগদসহ দেশের ১৩টি এমএফএস প্রতিষ্ঠান অংশ নেয়।