বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরন্নবী খন্দকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীন প্রমুখ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে ৭৫জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।