বিএনপি- জামায়াত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে শেরপুরের শ্রীবরদীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শর্নিবার (৫ মার্চ) বিকালে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।
শ্রীবরদী পৌরসভার চৌরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে চৌরাস্তা মোড়ে শ্রীবরদী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুপন, শ্রীবরদী পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা আশরাফুল আলম বুদু, সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, গোসাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও গড়জরিপা ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুজ্জামান বাদশাহ প্রমূখ।
এ সময় শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।