রংপুরের পীরগাছায় ঋণে জর্জরিত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রবিউল ইসলাম (৩৭) নামে নাসারী ব্যবসায়ী। গত শনিবার রাত ৮ টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গলায় ফাঁস দেওয়া রবিউল ইসলাম ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। গতকাল রোববার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতে ভাই রফিকুল ইসলাম জানান, রবিউল ইসলাম এক কন্যা সন্তানের জনক। সে দীর্ঘদিন থেকে অন্যের জমি বছর চুক্তি ভিত্তিক নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে নাসারী ব্যবসা করে আসছিলো। সম্প্রতি সে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করে আসলেও গত কয়েক দিন থেকে হতাশায় ভূগতে থাকে। গত শনিবার রাত ৮ টার দিকে রবিউল ইসলাম সকলের অগোচরে বাড়ির পাশে একটি গাছে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে।
নিহতের মা রেজিয়া বেগম বলেন, আমরা এখন পর্যন্ত তার ৫ লাখ টাকা ঋণের হিসাব পেয়েছি। সে এ টাকার জন্য কেন আত্মহত্যা করলো জানিনা। তবে গত কয়েক দিন থেকে সে হতাশায় ভূগছিল।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।