একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কলেজের গভর্নিং বডির সদস্য ডা: মোঃ নিজাম মোর্শেদ চৌধুরী।
সম্প্রতি উচ্চমাধ্যমিকএকাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ নিজাম মোর্শেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কল্যাণ নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক শিখা দাশ। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী তিলা বড়ুয়া, বাংলা বিভাগের অধ্যাপক শেখ আহমেদ ও অধ্যাপক সুললিত কান্তি দে'র সঞ্চালনায় দুটি কক্ষে ওরিয়েন্টেশন ক্লাস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, অধ্যাপক বুলবুল নার্গিস আক্তার জাহান,অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক হারাধন চন্দ্র নাথ, অধ্যাপক জাফর আহমেদ তালুকদার, অধ্যাপক আবদুল ওয়াদুদ,অধ্যাপক সুমল কান্তি মল্লিক, অধ্যাপক মোঃ আজিম, অধ্যাপক রাজিয়া সুলতানা,অধ্যাপক সাইমুন নাহার খানম, অধ্যাপক প্রণব কুমার নাথ,অধ্যাপক আবু সালেহ, অধ্যাপক নাসরিন পারভীন, অধ্যাপক বিপ্লব মহাজন,অধ্যাপক শামছুল আরেফিন, অধ্যাপক শাহেদা খানম,অধ্যাপক নাছির উল্লাহ, অধ্যাপক নাজনীন চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ ফয়সাল আন নিজামী অধ্যাপক মাহবুব আলম প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কলেজ প্রতিষ্ঠাতার জীবনী স্মারক গ্রন্থ চিরঞ্জীব ও ক্লাসরুটিন বিতরণ করা হয়।