জামিয়া দারুল উলূম হাটহাজারীর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে পরিচালিত ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৭ জন প্রশিক্ষাণার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৫ জন এ+ পেয়েছেন।
গত শনিবার রাতে সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জামিয়ার বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ জাহিদ হোসাইন।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মাওলানা নিজাম সাইয়্যিদ-এর সঞ্চালনায় সনদ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মুখপত্র মাসিক মুঈনুল ইসলাম এর নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মাওলানা হাসান মুরাদ ও জামিয়ার শিক্ষক মাওলানা মুফতি আবদুল হামিদ প্রমূখ।
সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ জাহিদ হোসাইন বলেন, ইলমে ফারায়েয ইসলামি শরীয়তের একটি মৌলিক বিষয়। অনেক বিজ্ঞ আলেম এ বিষয়ে পারদর্শিতা অর্জন করে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিন্তু ইলমে ফারায়েজ এর পাশাপাশি দেশীয় ভূমির পরিমাপ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে একজন আলেম দেশ ও সমাজে ইনসাফ কায়েমে হতে পারেন এক অনন্য রাহবার।একজন আলেম সমাজের পুরোপুরি খেদমতের জন্য ইলমে ফারায়েযের অবিচ্ছেদ্য অংশ ভূমি জরীপ সম্পর্কে পূর্ণ পারদর্শিতা অর্জনের বিকল্প নেই। সেই দায়িত্ববোধ থেকেই দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
পৃথিবীতে সমাজব্যবস্থা টিকে থাকার ক্ষেত্রেও এই পেশার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি আরও বলেন, আমদের জন্য মহান আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের অন্যতম হলো স্থাবর সম্পদ বা ভূমি। মানুষের কষ্টার্জিত এই সম্পদ কিছু অসাধু লোক বেআইনিভাবে কব্জা করে নেয়। আবার কখনো কিছু অজানা ভুলের কারণে হারাতে হয় মাথাগোঁজার ঠাঁইটুকু। অথবা পরিমাপ না জানা থাকার কারণে বঞ্চিত হতে হয় নিজের ন্যায্য প্রাপ্য অংশ থেকে। তাই আমাদের খুব ভালভাবেই এ বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার।
তিনি চলতি শিক্ষাবর্ষের ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স সফলভাবে সপাপ্তি হওয়ায় মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করেন এবং কৃতিত্বের সাথে ভাল ফলাফল করায় প্রশিক্ষণার্থীদেরকেও ধন্যবাদ জানিয়ে তাদের সাফল্যম-িত কর্মজীবনের জন্য দোয়া করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুনির আহমদ বলেন, সমাজের প্রতি আলেমদের দায়বদ্ধতার তাগীদে হলেও ভূমি জরীপ বিষয়ে আলেমদের পারদর্শী হওয়া উচিত। আর এবিষয়টি তেমন কোন কঠিন বিষয়ও নয় যে, আয়ত্ত করা যাবে না। কিছুটা মনোযোগী হলেই ইলমে ফারায়েয এবং ভূমিপরিমাপ আয়ত্বের মাধ্যমে ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা সম্ভব। আমি আশাবাদি, মনোযোগের সাথে এ ক্ষেত্রে চর্চা চালিয়ে গেলে আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখারার পাশাপাশি অর্থনৈতিকভাবেও নিজেদের উপকৃত হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।
মাওলানা হাসান মুরাদ বলেন, যেকোন প্রশিক্ষণ শেষে সনদ অর্জন করা সাফল্যের প্রথম সোপান। এরপর প্রশিক্ষণের বিষয়গুলোর উপর আরো নিয়মিত চর্চা চালিয়ে যেতে হবে। বিশেষ করে এ বিষয়ে অভিজ্ঞ কারো তত্ত্বাবধানে কয়েক বছর কাজ করতে হবে। কারণ, ভূমি পরিমাপে অনেক সময় নানান জটিল পরিস্থিতিতে পড়তে হয়। তাই এ ক্ষেত্রে সঠিক অনুশীলনের বিকল্প নেই। এই পেশায় উন্নতির মাধ্যমে একজন আলেম দ্বীনি খেদমতের পাশাপাশি সামাজিক কর্মকা-েও অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
সবশেষে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন জামিয়ার শিক্ষক মাওলানা মুফতি আবদুল হামিদ। এরপর ভূমি জরিপ প্রশিক্ষণ শেষে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৭ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।