শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটে চা উৎপাদন ও চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের টি টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে দক্ষতা উন্নয়নকল্পে আয়োজিত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
রোববার (৬ মার্চ) সকাল ১১ টায় প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক এর সভাপতিত্বে এবং সহকারী উন্নয়ন কর্মকর্তা মো: মনিরুজ্জামান আখন্দের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী, বাংলাদেশ চা বোর্ডের সচিব মোঃ রুহুল আমিন এবং ফিনলে চা কোম্পানীর ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি এম শিবলী।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে দেশে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় চায়ের উৎপাদন বাড়ছে। চা রপ্তানীর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চা রপ্তানীর ক্ষেত্রে কোয়ালিটি চা উৎপাদনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, কোর্সটি সম্পন্ন করার পর অংশগ্রহণকারীগণ টি টেস্টিং বিষয়ে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। চা উৎপাদনের সাথে যারা সরাসরি সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য উন্নতমানের চা উৎপাদন সহজতর হবে। এছাড়াও তিনি গুণগতমানসম্পন্ন চা উৎপাদনের বিষয়ে আত্মনিয়োগ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।
চা বোর্ড সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশে ১৬৭টি চা বাগান রয়েছে। যার মোট আয়তন ২ লক্ষ ৭৯ হাজার ৪২৯ একর। এর মধ্যে চা চাষাধীন জমি রয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৫১৫ একর। বর্তমানে চা চাষ হচ্ছে ৬৫ হাজার একরে। এছাড়াও ক্ষুদ্রায়তন চা চাষাধীন জমির পরিমাণ প্রায় ৮ হাজার ৫৭ একর।
উল্লেখ্য, ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, পঞ্চগড়, সিলেট, হবিগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন চা বাগানের ৬০ জন অংশগ্রহণ করছেন। এদের মধ্যে রয়েছেন, চা বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, ব্রোকার্স, বায়ার্স, টি মার্চেন্ট, টি প্লান্টার্স ও ক্ষুদ্র চা চাষী।