চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৬ টি বসতঘর। গত শনিবার উপজেলার বরমা ইউনিয়নের মাইগাতা গ্রামের নিমখালীর দয়াল দের বাড়ীতে ঘটনাটি ঘটে। জানা যায় ওই সময় সুমন দের রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পার্শ্ববর্তী সুজন দে,লিটন দে,ছোটন দে,রজ্ঞিত দে ও অঞ্জলি দের বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ হতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে ৬টি বসত ঘরের১৮লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ঘটনাস্হলে গিয়ে প্রত্যক পরিবারের মাঝে ১০কেজি চাউল ও ২টি করে কম্বল বিতরণ করেন।