সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে, পল্লীউন্নয়ন একাডেমী, বগুড়া এবং সুইস কন্টাক্ট-বংলাদেশ এমফোরসি প্রকল্পটি জামালপুর ও কুড়িগ্রামসহ মোট ৬টি জেলায় বাস্তবায়ন করছে।
উল্লেখ্য এমফোরসি প্রকল্পের জামালপুরের ৫টি ও কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার চরাঞ্চল গুলিতে ন্যাশনাল ডেভেলাপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।
এরই ধারা বাহিকতায় বৃহস্পতিবার রাজিবপুর উপজেলা অফিসার ক্লাবে ”চুক্তিবদ্ধ গরু ব্যবসায়ীদের পরিচিতি এবং দক্ষতা উন্নয়ন মুলক” কর্মশালা অনুষ্ঠিত হয়। উনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃএটিএম হাবিবুর রহমান, উপজেলা প্রানিজ সম্পদ কর্মকর্তা,, রৌমারী।
অনুষ্টানে আরোউপস্থিত ছিলেন, এমফোরসি বগুড়া অফিস মোঃ রবিউল হাসান ইন্টাভেনশন এরিয়া ম্যানেজার, অভিজিৎ কুমার রায় – সিনিয়র কনসালটেন্ট , এমফোরসি, বগুড়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শামছুল আলম, ইন্টারভেনশন স্পেশালিষ্ট, এনডিপি -এমফোরসিপ্রকল্প।
উক্ত কর্মশালায়চরাঞ্চলের ১২ জন চুক্তিবদ্ধ গরুব্যবসাায়ী, ফিডমিলপ্রতিনিধি, আর্থিক সেবাদানকারীপ্রতিষ্ঠান : এনডিপি, জিইকে, এগ্রোভেট কোম্পানির প্রতিনিধি বিভিন্ন ধরনের মার্কেট এক্টও উপস্থিত ছিলেন।
মেকিং মার্কেটস্ওয়ার্ক ফর দি যমুনা, পদ্মা এন্ড তিস্তা চরস্ (এমফোরসি) প্রকল্পটির লক্ষ্য হলো,চরাঞ্চলের বাজার ব্যবস্থার টেশসই উন্নয়নের মাধ্যমে দরিদ্র চরবাসীরজীবিকার সাথে সম্পৃক্ত খাত গুলোর বিকাশ তথা উৎপাদন ও মুনাফা বৃদ্ধি এবং কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তার মাধ্যমে দরিদ্র চরবাসীর জীবন যাত্রার মান উন্নয়ন করা।
এমফোরসি প্রকল্পটি’র উদ্দেশ্য হচ্ছে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় সেবা দান কারীদের সাথে সম্পৃক্ত হয়ে চরের জন্য একটি টেশসই বাজার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র কৃষিজীবী মানুষের-১) আয়বৃদ্ধি ২) চরাঞ্চলে কর্ম সংস্থান সৃষ্টি ৩) ঝুঁকি হ্রাস এবং ৪) মহিলাদেও অর্থনৈতিক ক্ষমতায়ন।
চরাঞ্চলে উন্নত ও টেশসই বাজার ব্যবস্থার লক্ষ্যে প্রকল্পটি চরাঞ্চলে ভুট্টা, মরিচ, ধান, পাট, পেঁয়াজ, বাদাম, সরিষা প্র্রভৃতি ফসলের আধুনিক চাষাবাদ কলা কৌশল, স্বল্প মেয়াদে গরু মোটা তাজা করনের সর্বাধুনিক প্রতিপালন পদ্ধতি বিষয়ে ১) গুণগত মান সম্পন্ন কৃষি উপকরণ সরবরাহ ও উৎপাদন কৌশল ২) ফসল সংগ্রহ পরবর্তী পরিচর্যা ও বাজার সংযোগ এ বং ৩) ফসল উৎপাদন ও গরু মোটা তাজা করনে মৌসুমী ঋণ প্রদান এই তিনটি প্রধান পরিসওে কাজ করছে।