মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।
গেল শনিবার বিকাল ৫টার দিকে ইমামপুর ইউনিয়নের করিমখাঁ (পাঁচআনি) এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় মিনু সরকারের ছেলে মফিজুল ইসলাম একই গ্রামরে জাহিদ আহম্মেদ আলো,শাকিল সরকার, সজীব সরকারসহ চার জনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগকারী মফিজুল ইসলাম জানান, পূর্বের বিরোধ কে কেন্দ্র করে গেলে শনিবার বিকাল আনুমানিক ৫টার দিকে জাহিদ আহম্মেদ আলোর নেতৃত্বে শাকিল সরকার, সজীব সরকার সহ ৮/৯ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসত বাড়ীতে গিয়ে হামলা করে। এ সময় বসত ঘরের আসবাবপত্র ভাংচুর ও ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়। তার বাবা মিনু সরকার তাদের প্রতিরোধ করলে তাকেও মারধর করে।
এবিষয়ে জানতে অভিযুক্ত জাহিদ আহম্মেদ আলোর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে গজারিয়া থানার ডিউটি অফিসার
এসআই হযরত আলী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।