রংপুরের পীরগাছা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরি কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান শনিবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের আহবায়ক শাহ কামাল ফারুখ লাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান। সাংবাদিক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আফছার আলী, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, প্রেসক্লাবের উপদেষ্টা পীরগাছা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান একে এম আমিনুল ইসলাম, পীরগাছা মহিলা কলেজের সহকারি অধ্যাপক দৈনিক নয়া শতাব্দী পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি সাংবাদিক আব্দুছ ছালাম, রংপুর জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর আইনুল হোসেন, রংপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, পীরগাছা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মো: জেনারুল ইসলাম প্রমুখ।
ক্লাবের নবনির্বাচিত সভাপতি তোজাম্মেল হক মুুন্সি’র শুভেচ্ছা বক্তব্যের পর সকল অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সাধারন সম্পাদক তাজরুল ইসলাম ও সাবেক সভাপতি এম খোরশেদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ভেদাভেদ ভুলে একই পতাকা তলে থাকলে কোন অপশক্তি সাংবাদিকদের উপর কোন আঘাত হানতে পারবে না। আমরা সরকারি ভাবে সাংবাদিকদের ডাটাবেজ তৈরিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিভিন্ন জেলা-উপজেলায় নামে-বেনামে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকলেও পীরগাছার সাংবাদিকরা ঐক্যবদ্ধ। এ জন্য সকলকে ধন্যবাদ।
এসময় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম ও পীরগাছা প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।