চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারের আওতাধীন দাযক/ দায়িকাদের সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ ধর্মসারথি ভদন্ত শাসনানন্দ মহাথের বিএ (সম্মান) এম এ (ফাষ্ট ক্লাস)। সভায় সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরেন বিহার পরিচালনা পরিষদের সাধারণত সম্পাদক সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
সভার আলোচ্য সূচী অনুসারে সভাপতির অনুমতিক্রমে সভা শুরু হওয়ার পর সভার সভাপতি বিহার পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ছয় সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করে নতুন পরিষদ গঠনের জন্য সভা থেকে অনুমোদন দেওয়া হয়। ছয় কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ সনৎ কুমার বড়ুয়া, সংস্কৃতিক ব্যাক্তিত্ব রনজিত কুমার বড়ুয়া, সমাজকর্মী জয়সেন বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, শিল্পপতি দুলাল কান্তি বড়ুয়া ও অধ্যাপক অনুপ কুমার বড়ুয়া। এই সাবজেক্ট কমিটি নিজেদের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে পদাধিকার বলে অধ্যক্ষ শাসনানন্দ মহাথের কে সভাপতি, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া কে কার্যকরী সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ অনুপম বড়ুয়া কে সাধারণ সম্পাদক, সুজন বড়ুয়া মামুন কে সাংগঠনিক সম্পাদক, লোকনাথ বড়ুয়া কে অর্থ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করে দেওয়া হয়। তাঁরা অন্যান্যের সংযোজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া সিদ্ধান্ত প্রদান করেন। সভায় শোক প্রস্তাবসহ বিহার তথা গ্রামের আওতাধীন অসুস্থ দায়ক/ দায়িকাদের রোগ মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। শুরুতে পঞ্চশীল প্রার্থনা করেন জয়দত্ত বড়ুয়া। বক্তব্য রাখেন প্রবীন সমাজকর্মী বিজয় দর্শন বড়ুয়া।