যে ভোট দেয় নাই তাকে বঞ্ছিত করবেন না, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাচ্ছে যে অনেক দেশেই বাংলাদেশকে হিংসে করছে। আগে বাংলাদেশের ১০০ টাকা সমান ভারতের মাত্র ৬০-৬৫ টাকা পাওয়া যেত। এখন সেখানে মাত্র ২৫পয়সার ব্যবধান যা প্রায় সমান। শেখ হাসিনার দুরর্দশিতা, সততা, নিষ্ঠা ও পরিশ্রমের কারণে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এটি হলো তাঁর দৃশ্যমান প্রমাণ বলেন জানান রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। শনিবার তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, বিশ্বের উন্নত দেশ যখন তাদের জনগণকে ভ্যাকসিন দিতে পারে নাই। বাংলাদেশ তা করে দেখিয়েছে। বাংলাদেশের প্রায় ১২কোটি মানুষ টিকা দিয়েছে। এ কারণে মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভ্যাসিক নেত্রী উপাধি দিয়েছে।
নিজ এলাকার উন্নয়ন তুলে আহসানুল হক চৌধুরী আরও বলেন, স্বাধীনতার পর থেকে ২০১৪ সালের আগ পর্যন্ত যে উন্নয়ন হয়নি। তা আমার আমলে ১০গুণ উন্নয়ন করেছি। প্রত্যেকটা আসনের একটা নির্ধারিত টাকা থাকে আমি তাঁর চেয়ে দ্বিগুন উন্নয়ন করেছি। রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, সেতু, হাসপাতাল, ত্রাণ, পল্লী উন্নয়ন একাডেমী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, থানাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। জনপ্রতিনিধিদের এক হয়ে কাজ করতে আহব্বান জানা সাংসদ সদস্য।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও রাসেল মিয়ার সভাপতিত্বে দুপুর ১২টায় অনুষ্ঠিত ওই সভায় সাংসদ ছাড়াও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারমান আনিছুর রহমান লিটন, আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, সাবিনা ইয়াছমিন, ইকরচালী, কুর্শা, আলমপুর ও সয়ার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। এ সময় তারাগঞ্জে বিভিন্ন সমস্যা সাংসদের কাছে তুলে ধরা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেনসহ বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত পাঁচজন চেয়ারম্যানের মধ্যে চার জন ও ৬০জন ইউপি সদস্য অংশ নেয়।
অন্ষ্ঠুানের শুরুতে সংসদ সদস্য নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ফুল দিয়ে বরণ করে। এরপর সংসদ সদস্যকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। সভা শেষে অথিতিদের শুভেচ্ছা স্মরক দেওয়া হয়।