চট্টগ্রামের হাটজারীতে অভিযান পরিচালনা করে ২৬ টুকরো অবৈধ সেগুন কাঠ জব্দ করেছেন উপজেলা প্রশাসন। গত শুক্রবার দিবাগত রাতে ধলই ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ২৬ টুকরো অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ইউপি চেয়ারম্যান আবুল মনসুর ও ৭ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গী আলমের মাধ্যমে বনবিভাগের জিম্মায় দেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বনবিভাগের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।